ক্রাইম পেট্রোল ডেস্ক>> লামা উপজেলায় ট্রলি গাড়ি চাপা পড়ে মো. শাহ জাহান (১৫) নামের এক শিশু চালক নিহত হয়েছে। রবিবার সকাল ১০ টার দিকে উপজেলার রুপসীপাডা ইউনিয়নের পূর্বশীলেরতুয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের দক্ষিণ লোটনী (৩ নং ওয়ার্ড) বাসিন্দা মো. মনছুর আলমের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে শীলেরতুয়া থেকে রুপসীপাডা বাজার পর্যন্ত নির্মাণাধীন কাজে ট্রলিযোগে বালু সরবরাহ করে আসছে মো. শাহজাহান। প্রতিদিনের মত সকাল ১০টার দিকে সড়কে বালু সরবরাহ করতে গেলে অসাবধানতাবশত মো. শাহজাহান গাড়ি চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় শ্রমিকরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
লামা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোহাম্মদ রোবীন বলেন, শাহজাহান নামে চালকটি হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যুবরণ করেন। আর সেক্ষেত্রে পোস্ট মর্টেম করে জানা তার কী রকম মৃত্যু হয়েছে।
এই ব্যাপারে লামা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।