আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম :
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের বেথনাল গ্রীন লাইব্রেরিতে বাংলাদেশ হাই কমিশন লন্ডনের উদ্যোগে দু'দিনব্যাপি বই মেলার আয়োজন করা হয়েছে।
যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশন অফিস সূত্রে জানা যায়, ১৬ ও ১৭ নভেম্বর দু'দিনব্যাপী অনুষ্ঠিত এ বই মেলায় বাংলাদেশ দূতাবাসের স্টল - 'বাংলাদেশ হাই কমিশন লন্ডন বঙ্গবন্ধু কর্ণার' জাতির পিতার অসমাপ্ত আত্মজীবনী (Unfinished Memoires) এবং কারাগারের রোজনামচা (Prison Diaries)সহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রচিত ১৪টি গবেষণাধর্মী বইসহ বঙ্গবন্ধুর ওপর রচিত বিভিন্ন গ্রন্থ প্রদর্শন ও প্রচার করছে যা মেলায় আগত সুধী মহল, যুক্তরাজ্যের পাঠক সমাজ এবং শিশুদের মাঝে ব্যাপক আগ্রহের সঞ্চার করেছে ।
মেলায় প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। মেলার উদ্বোধক ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও বর্তমানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন সম্পর্কিত জাতীয় কমিটির সদস্য সচিব ড. কামাল আব্দুন নাসের চৌধুরী। গেস্ট অব অনার ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবদুল মালেক এবং যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম। বিশিষ্ট কবিতা আবৃত্তিকার ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি আহকাম উল্লাহসহ যুক্তরাজ্য, বাংলাদেশ ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ এবং লন্ডনের পাঠক-ছাত্র-শিক্ষক-অভিভাবক ও সংস্কৃতিকর্মীগণ এ মেলায় যোগদান করেন ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।