ক্রাইম পেট্রোল ডেস্কঃ আজ ২২ এপ্রিল ২০২২খ্রি. তারিখ সকাল ০৬:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা একটি আভিযানিক দল কর্তৃক রামগঞ্জ থানাধীন পৌর ৫নং ওয়ার্ডস্থ নন্দনপুর সাকিনের চিতোষী রোডে আমিরেন্নেছা ভবনের তৃতীয় তলার পশ্চিম পার্শ্বে আসামী মাহমুদুল হোসাইন এর ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সহিত জড়িত থাকার অভিযোগে মাহমুদুল হোসাইন(৩০), পিতামৃত আবদুল হাই, সাং-ভোলাকোট, (পাটোয়ারী বাড়ী), ৯নং ভোলাকোট ইউপি,এ/পি আমিরেন্নেছা ভবন, তৃতীয় তলা, চিতোষী রোড, নন্দনপুর, পৌর ৫নং ওয়ার্ড, থানা-রামগঞ্জ, জেলা-লক্ষ্মীপুরকে তাহার স্ত্রী শারমিন আক্তারসহ আটক করা হয়। তৎসময় তাহার উক্ত ভাড়া বসতঘরে উত্তর সম্বলিত কয়েক সেট ভুয়া প্রশ্নপত্রসহ আরো ০৬জন নারীকে গ্রেফতার করা হয়। যাদের প্রত্যেকেই অনুষ্ঠিতব্য পরীক্ষায় অংশগ্রহনকারী। আটককৃত ০৬জন নারীর প্রত্যেকের নিকট উত্তর পত্র সম্বলিত পরীক্ষার প্রশ্নপত্র পাওয়া যায় এবং তাদের অধিকাংশের মোবাইল ফোনে আসামী মাহমুদুল হোসাইন ও তাহার স্ত্রী কর্তৃক প্রেরিত উত্তর পত্রের অনলাইন কপি সংরক্ষিত রয়েছে। ধৃত আসামী মাহমুদুল হোসাইনকে জিজ্ঞাসাবাদে সে জানায় জনৈক বাশার এবং জামাল উদ্দিন সবুজ‘দ্বয়ের নিকট হতে তিনি উল্লেখিত প্রশ্নপত্র পরস্পর যোগসাজশে সংগ্রহ করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুর সদর থানাধীন বিভিন্ন এলাকা হতে অভিযান পরিচালনা করে উক্ত জামাল উদ্দিন সবুজসহ আরো মোট ০৫জনকে আটক করা হয়। এই সংক্রান্তে সর্বমোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সাথে জড়িত অন্যান্যদেরকে গ্রেফতারের নিমিত্তে পুলিশী অভিযান অব্যাহত আছে। অপরদিকে গ্রেফতারকৃত মূল আসামী মাহমুদুল হোসাইন এর ভাড়াটিয়া বাসা হতে যথাক্রমে ১) সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তর সম্বলিত ভুয়া প্রশ্নপত্রের প্রিন্টের কপি মোট-০৭ সেট, ২) বিভিন্ন প্রার্থীর মোট ১২টি পরীক্ষার প্রবেশ পত্র (অনলাইন প্রিন্টেড কপি), ৩) বিভিন্ন ব্যাংকের ০৫টি (স্বাক্ষরিত ও স্বাক্ষর বিহীন) খালি চেকের পাতা, ৪) কতিপয় আসামী কর্তৃক মূল আসামীকে প্রদেয় বিভিন্ন ব্যাংক চেকের পাতা ও শিক্ষা সনদের মূলকপি-০৬সেট, ০৫) মোবাইল ফোন সেট মোট ০৮টি উদ্ধার করা হয়। এ সংক্রান্তে অদ্য ২২ এপ্রিল ২০২২ খ্রি. তারিখ প্রেস ব্রিফিং করেন ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম-সেবা, পুলিশ সুপার, লক্ষ্মীপুর । এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান পিপিএম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা শাহাদাত হোসেন টিটো, ডিআইও-১ একেএম আজিজুর রহমান মিয়া, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।