ক্রাইম পেট্রোল ডেস্কঃ
লক্ষ্মীপুরে নবাগত পুলিশ সুপারের সাথে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৭ আগস্ট ২০২২ খ্রি. তারিখ লক্ষ্মীপুর পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় করেন লক্ষ্মীপুর জেলার নবাগত পুলিশ সুপার মো: মাহফুজ্জামান আশরাফ । হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মংনেথোয়াই মারমা, ডিআইও-১ এ কে এম আজিজুর রহমান মিয়া, ওসি ডিবি মো: শাহাদাত হোসেন টিটো, অফিসার ইনচার্জ লক্ষ্মীপুর মডেল থানা মো: মোস্তফা কামাল, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক, আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি, যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক, জেলা সভাপতি, মহিলা ঐক্য পরিষদের সভাপতি, সহ-সভাপতি, ইসকন মন্দিরের প্রতিনিধি, দালাল বাজার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু মন্দিরের প্রতিনিধি, খ্রিস্টান চার্চের প্রতিনিধিসহ বিভিন্ন উপজেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যগণ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।