মোঃ পারভেজ আলম, জেলা প্রতিনিধি, ঢাকা:
আজ এক অনলাইন সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন,
"দেশের উত্তর ও পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় পানিবন্দি হয়ে পড়া লাখ লাখ মানুষের ভোগান্তি নিরসনে সরকারের কোনো তৎপরতা নেই বললেই চলে। সরকার বিভিন্ন ধরনের লোক দিয়ে দেশের সমস্যা কিভাবে বাড়ানো যায় সেই পাঁয়তারা করছে। দেশের জনগণ নিয়ে এই অবৈধ সরকারের কোন চিন্তা নাই।
তিনি বলেন, করোনাভাইরাসের অভিঘাতে বিপর্যস্ত অবস্থার মধ্যে ধেয়ে আসা বন্যার কবলে পড়ে জনজীবনে এখন চরম ভোগান্তি। অবিরাম বর্ষণে মানুষের বাড়ি-ঘর তলিয়ে যাওয়ায় গৃহপালিত গবাদিপশু নিয়ে চরম বিপাকে পড়েছে মানুষ।
কিন্তু বন্যাকবলিত এলাকায় সরকার সম্পূর্ণরূপে নির্বিকার। উপদ্রুত মানুষের সাহায্যে তাদের কোনো তৎপরতা নেই।”
বন্যাদুর্গত এলাকার মানুষদের বাঁচাতে দলের নেতা-কর্মীসহ দেশবাসীকে এগিয়ে আসার অনুরোধ জানান বিএনপি মহাসচিব।
বন্যা পরিস্থিতি তুলে ধরে রিজভী বলেন,“ভারতের গজলডোবায় সবকটি গেট খুলে দেওয়ায় এবং বর্ষণ ও পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চলের কুড়িগ্রাম,নীলফামারী, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধায় হু হু করে বন্যার পানি ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ফলে এইসব অঞ্চলে বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চাঁদপুর শহরও এখন বিপদজ্জক অবস্থায়; ফরিদপুরসহ মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে।"
রিজেন্ট হাসপাতালের কর্ণধার মোহাম্মদ শাহেদের দৌরাত্ম্যের পেছনে সরকারের মদদ রয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, “আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য শাহেদ চক্রের দৌরাত্ম্য শুধুমাত্র নগদ অর্থ কেলেংকারির মধ্যেই সীমাবদ্ধ নয়, এরা মানুষের জীবন নিয়েই ব্যবসা শুরু করে দিয়েছিল। করোনা পরীক্ষার নকল সনদ দিয়েছে। তাদের এই ব্যবসার বলি হচ্ছে জনগণ।
বর্তমান আমলে দুর্নীতি-অনিয়ম-চুরি-বাটপারি এখন যেভাবে নির্বিঘ্নে অবাধ হয়েছে, আওয়ামী শাসন ব্যতিরেকে পরিস্থিতি কখনোই এমন ছিল না। শাহেদরাই বর্তমান আওয়ামী শাসনের নমুনা। করোনাঘাতে মানুষ চিকিৎসাবঞ্চিত; প্রতিদিন মারা যাচ্ছে মানুষ। এই দুর্বিসহ সংকটের মধ্যেও চিকিৎসা সরঞ্জাম কেনার নামে শত শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে অবৈধ সরকারি দলের লোকেরা।”
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।