জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুড়াপাড়া এলাকা থেকে ফেন্সিডিলসহ শুকুর আলী (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বুধবার সকালে তাকে আটক করা হয়। শুকুর আলী যশোরের চৌগাছা উপজেলার শুকপুকুড়িয়া গ্রামের নুর মোহাম্মদ আলীর ছেলে।
র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মহেশপুর উপজেলার পুড়াপাড়া বাজার এলাকায় ফেন্সিডিল কেনাবেচা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় তারা। এসময় অন্যরা পালিয়ে গেলে শুকুর আলীকে গ্রেফতার করা হয়। সেসময় তার কাছে থাকা ব্যাগ থেকে ৫শত ৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।