ঝিনাইদহ প্রতিনিধি :
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঝিনাইদহ ইউনিটের ৪৭ তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কবি সুকান্ত সড়কের রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ে এ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটি ঝিনাইদহ ইউনিটের চেয়ারম্যান কনক কান্তি দাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মাহমুদুল ইসলাম ফোটন, সাধারণ সম্পাদক জে এম রশিদুল আলম রশিদ, নির্বাহী সদস্য জীবন কুমার বিশ্বাস, জিয়াউল হক আজাদ, এনামুল হক এনাম, ইউনিট লেভেল অফিসার তাসলিমা খাতুন ও যুব ইউনিট প্রধান শাহিনুর রহমান মৃদুল। সাধারণ সভা শেষে ত্রি-বার্ষিক কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস চেয়ারম্যান পদে ও জে এম রশিদুল আলম রশিদ সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।