মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন রিকশা ভ্যান- চালক ও তাদের পরিবারের হাতে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তুলে দিয়েছে রংপুর জেলা প্রশাসন। কর্মহীন রিকশা ভ্যান শ্রমিকদের হাতে এ সহায়তা তুলে দেন জেলা প্রশাসক মোঃ আসিব আহসান। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে রংপুর জেলা স্কুল প্রাঙ্গণে এ সহায়তা প্রদান কার্যক্রম পরিচালিত হয়। করোনাকালীন কর্মহীন অবস্থায় থাকা রিকশা ও ভ্যান চালকদের মাঝে এ সহায়তা প্রদান কার্যক্রম পরিচালিত হয়। এসময় ৪০০ জন রিকশা ও ভ্যান চালক ছাড়াও তাদের পরিবারের মাঝে এই সহায়তা প্রদান করা হয়।
এ বিষয়ে রংপুর জেলার জেলা প্রশাসক মোঃ আসিব আহসান বলেন, করোনা ভাইরাসের কারণে খেটে খাওয়া অনেক মানুষ বেকার হয়ে পড়েছেন, জীবিকা হারিয়েছেন। এতে করে অনেকে খাদ্যাভাবে রয়েছেন। এই মহামারিতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার নিয়ে রংপুর জেলা প্রশাসন অসহায় কর্মহীনদের পাশে রয়েছে।
জেলা প্রশাসক আরও জানান, রিকশা ভ্যান চালক ছাড়াও অন্যান্য কর্মহীন ও পেশাজীবীদের মাঝেও মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।