ক্রাইম পেট্রোল ডেস্ক : রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর রাজশাহী ব্যুরোর স্টাফ রিপোর্টার তানজিমুল হককে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন পশ্চিম রেলের সাবেক প্রধান প্রকৌশলী রমজান আলী। বর্তমানে তিনি খুলনা-মোংলা রেল প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে কর্মরত বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে এই হুমকির ঘটনায় শুক্রবার সকালে নিজের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী তানজিম নগরীর কাশিয়াডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে রেল কর্মকর্তা রমজান আলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে মতামত/বক্তব্য নিতে ফোন করলে তিনি সাংবাদিকদের হুমকি দেন বলে উল্লেখ করা হয়।
শুক্রবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নেতৃবৃন্দ এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।