গ্রেফতারকৃত যুবক রাতুল রহমান।
ক্রাইম পেট্রোল ডেস্ক : ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত ছবি ও আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে মঙ্গলবার রাতে রাজশাহী মহানগরীর কেশবপুর এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার যুবকের নাম রাতুল রহমান (৩১)। সে নগরীর রাজপাড়া থানার বেতিয়াপাড়ার আতাউর রহমানের ছেলে। বৃহস্পতিবার বিকালে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাতুলকে গ্রেফতারের বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে কেশবপুর ভেড়িপাড়ার ‘গ্রীনমার্ক আইটি’র দোকানে অভিযান চালিয়ে রাতুল রহমানকে আটক করে। এসময় তার একটি মোবাইল সেট, ২টি মেমোরি কার্ড ও ফেইবুক পোস্টের স্ক্রিন শর্ট জব্দ করা হয়। পরে সেগুলো ঘেঁটে দেখা যায়, রাতুল সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত ছবি, বিভিন্ন আপত্তিকর ও সরকার বিরোধী পোস্ট করেছে।
পরে এ বিষয়ে র্যাবের পক্ষ থেকে রাতুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে নগরীর রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর তাকে আলামতসহ পুলিশে হস্তান্তর করা হয় ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।