ক্রাইম পেট্রোল ডেস্ক >>
দুর্নীতির অভিযোগে দায়েরকৃত তিনটি মামলায় রাজশাহীর একটি পৌরসভার সাবেক মেয়র আলাউদ্দিন আলো (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জেলার মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার মেয়র ছিলেন। আলাউদ্দিন আলো কেশরহাট পৌর বিএনপির সভাপতি।
মোহনপুর থানার ওসি মোস্তাক আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা তিনটি মামলায় সাবেক মেয়র আলোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। তিনি পলাতক থাকায় গ্রেফতার করা যাচ্ছিল না।বৃহস্পতিবার দিনগত রাতে কেশরহাট পৌরসভার দর্শনপাড়া মহল্লায় এক বিএনপি নেতার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।আজ শুক্রবার দুপুরে সাবেক এই মেয়রকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।