ক্রাইম পেট্রোল ডেস্ক : রাজশাহীতে ১০ জামায়াত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর সাহেব বাজার এলাকার মিশন একাডেমির একটি কক্ষে গোপন বৈঠকের সময় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের গ্রেফতার করে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিকে তাদের গ্রেফতার করা হয় বলে মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানিয়েছেন।
তিনি জানান, জামায়াত নেতাদের গোপন বৈঠকের সংবাদের ভিত্তিতে মহানগরীর সাহেব বাজার বড় মসজিদ এলাকার মিশন একাডেমিতে বিকাল সাড়ে ৩টার দিকে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় তারা সেখানকার একটি কক্ষের গোপন বৈঠক থেকে ১০ জামায়াত নেতাকর্মীকে আটক করেন। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আগামীকাল বুধবার ঢাকার যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে টিপু রাজাকারের রায়কে কেন্দ্র করে সহিংসতার পরিকল্পনা করছিলেন গ্রেফতারকৃত জামায়াত নেতাকর্মীরা।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা এজাহারভুক্ত পলাতক আসামি। তাদের বিরুদ্ধে নাশকতার মামালা রয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।