ক্রাইম পেট্রোল ডেস্ক:
নির্বাচনকালীন সরকার ও জাতীয় নির্বাচন নিয়ে সংকট সমাধানে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ চায় জাতীয় পার্টি। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে (ইসি) দলীয় আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর দলটির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, 'জাতীয় পার্টি মনে করে, একটি রাজনৈতিক সংলাপ হওয়া দরকার। সেই সংলাপে সর্বদলীয়ভাবে যদি আমরা একটা ঐক্যমতে আসতে পারি, তাহলে আমরা যে কোনো প্রক্রিয়ায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারব। তবে সংবিধানের বাইরে যাওয়া যাবে না। ১৯৯১ সালের নির্বাচন সংবিধান অনুযায়ী হয়নি।'
এর আগে অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে জাতীয় পার্টির তিন সদস্যের প্রতিনিধি দল ইসি সচিব মো. জাহাংগীর আলমের কাছে দলীয় হিসাব জমা দেন।
দলীয় হিসাব সম্পর্কে তিনি জানান, '২০২২ সালে জাতীয় পার্টির আয় হয়েছে ২ কোটি ২৯ লাখ ১৪ হাজার ৯৬৮ টাকা। আর ব্যয় হয়েছে ১ কোটি ২৮ লাখ ৩৭ হাজার ৫৪২ টাকা। আয়-ব্যয়ের পরে আমাদের ব্যাংকে স্থিতি আছে ১ কোটি ৭ লাখ ৭৭ হাজার ৪২৬ টাকা।'
আওয়ামী লীগ দলীয় সরকার ও বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন চায়। এ অবস্থায় জাতীয় পার্টির অবস্থান কী- এমন প্রশ্নের জবাবে রেজাউল ইসলাম ভূঁইয়া বলেন, 'আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই না। যখন এটা হয়েছিল আমরা তখন থেকেই এর বিপক্ষে। কারণ হলো, ৯১ সালে যে তত্ত্বাবধায়ক সরকার গঠন হয় তখন বলা হয়েছিল সব দলকে সমান সুযোগ দেওয়া হবে। সেই সময় জাতীয় পার্টিকে সমান সুযোগ দেওয়া হয়নি। তাই প্রথম থেকেই আমরা এর বিপক্ষে অবস্থান নিয়েছি।৩০০ আসনেই দলগুলো প্রার্থী ঘোষণা করবে। যে দল যত শতাংশ ভোট পাবে, সে দল জাতীয় সংসদে সেই হারে আসন পাবে- এই ফর্মুলা আমরা দিয়েছি। সার্বিকভাবে নির্বাচনটা আমরা দলীয় সরকারের অধীনে নির্বাচন চাচ্ছি না, আবার তত্ত্বাবধায়ক সরকার থেকেও দূরে আছি।'
বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না মন্তব্য করে তিনি বলেন, 'আমরা নিরপেক্ষ নির্বাচন চাই। এ নির্বাচন কমিশনের অধীনে নিরপেক্ষ নির্বাচন হওয়ার সম্ভাবনা খুব কম। এটাকে আরও শক্তিশালী করতে হবে। আরপিও সংশোধন করে নির্বাহী বিভাগের কর্মকর্তাদের শাস্তির আওতায় আনা গেলে ইসির পক্ষে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হতো।'
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও কোষাধ্যক্ষ আদেলুর রহমান ও চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।