আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম :
রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় বেলুন ফোলানোর সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। তাদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
বুধবার দুপুর সাড়ে তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো রমজান, মুকুল, শাহীন, ফারজানা। সবশেষ বিকালে নিহত শিশুটির নাম জানা যায় নি। তাদের সবার বয়স ছয় থেকে নয় বছরের মধ্যে।
রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ সংবাদ মাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন।
ডিএমপির মিরপুর বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) শাহেন শাহ গণমাধ্যমকে বলেন, ‘ঘটনাস্থলে চার শিশুর মৃত্যুর পর হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫।‘বিকাল সাড়ে তিনটার দিকে রূপনগর আবাসিক এলাকার শেষ সীমানায় সাইকেলে করে বেলুন ফোলানোর সিলিন্ডার নিয়ে একজন বিক্রেতা বেলুন বিক্রি করছিলেন। এসময় অনেক শিশু ও নারী আশপাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই চার শিশুর মৃত্যু হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ খবর শুনে তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা মো মুরাদ হাসান এমপি ৩০ অক্টোবর বুধবার বিকাল ৫টায় আহত শিশুদের চিকিৎসার খোঁজ খবর নেন। প্রতিমন্ত্রী আহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সে সময় তিনি সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনা করে ক্ষতিগ্রস্ত পরিবারকে কীভাবে ক্ষতিপূরণ দেওয়া যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এই আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।