ক্রাইম পেট্রোল ডেস্কঃ
রাজধানীতে একটি বিয়ে বাড়িতে হা'মলা ও চাঁ'দাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া চার হিজড়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে মিরপুর ৩ নম্বর সেকশনের সি ব্লকে এ ঘটনা ঘটে। বুধবার (১৮ জানুয়ারি) এই চারজনকে আদালতে হাজির করা হয়।
অভিযুক্তরা হলেন বৃষ্টি আফরিন (২৫), মধু আক্তার (৩২), ঈশানী (২৫) ও সুমি আক্তার (২২)।
এর আগে বুধবার (১৮ জানুয়ারি) এই চারজনকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে আসামিদের আইনজীবী তাদের জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে মিরপুর ৩ নম্বর সেকশনের সি ব্লকের বাসিন্দা উর্মিলা বেগমের বাড়িতে যান তৃতীয় লিঙ্গের চারজন। তখন ওই বাড়িতে বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। এসময় তারা উর্মিলার কাছে ২০ হাজার টাকা দাবি করেন। উর্মিলা বেগম চাঁদা দিতে রাজি না হলেও, চাপাচাপিতে দেড় হাজার টাকা দেন।
এতে তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে ২০ হাজার টাকার দাবিতে চি'ৎকার-চেঁচামেচি করতে থাকেন।
একপর্যায়ে আতঙ্কিত হয়ে উর্মিলা ও তার পরিবারের সদস্যরা বাসার দরজার ছিটকিনি লাগিয়ে ভেতরে অবস্থান নেন। তখন আসামিরা দরজা ধা'ক্কাধাক্কি ও লা'থি মারতে থাকেন। তারা বাইরে থেকে হেজবল্ট লাগিয়ে দেন। নিরুপায় হয়ে ঊর্মিলা ঘটনাটি মিরপুর থানায় জানান।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তৃতীয় লিঙ্গের ওই চারজনকে আটক করে উর্মিলার পরিবারকে উদ্ধার করে। একই সঙ্গে চাঁদার দেড় হাজার টাকাও জব্দ করা হয়। এরপর এ ঘটনায় মিরপুর মডেল থানায় চাঁদাবাজির অভিযোগে একটি মামলা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।