মোঃ পারভেজ আলম, জেলা প্রতিনিধি, ঢাকা>> রাজধানীতে বজ্রপাতে তিন জনের মৃত্যু হয়েছে। আজ বেলা দুইটার দিকে মালিবাগ চৌধুরীপাড়ায় আবুল হোটেলের পাশে সোনামিয়ার গলিতে এ দুর্ঘটনা ঘটে।
হাতিরঝিল থানার ওসি আব্দুর রশিদ বলেন, দুপুরে বৃষ্টির মধ্যে বজ্রপাতের সময় তিনজনের মৃত্যুর খবর পেয়েছেন তারা। এরা হলেন- আব্দুল হক (৬৬), সাবিনা ওরফে পাখি (১১) ও ঝুমা (১৩)। তবে বজ্রপাতে নাকি বিদ্যুতায়িত হয়ে তাদের মৃত্যু হয়েছে তা জানাতে পারেননি ওসি।
তবে সাবিনার মা জানিয়েছেন, বিদ্যুতায়িত হয়ে তার মেয়ের মৃত্যু হয়েছে। আজ বেলা পৌনে তিনটার দিকে সাবিনাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন চৌধুরীপাড়ার বাসিন্দা হাবিব।পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাবিব বলেন, “বৃষ্টির সময় তার বাসার সামনে কয়েকটি শিশু ভিজছিল। এ সময় হঠাৎ সাবিনা অচেতন হয়ে পড়ে।”
সাবিনার মা কুলসুম বেগম জানান, ‘বৃষ্টির সময় সাবিনা ও ঝুমাসহ কয়েকটি শিশু পানিতে ভিজে খেলছিল। তার ধারণা, বিদ্যুতায়িত হয়ে যাওয়া পাশের টিনের ঘরের স্পর্শে তার মেয়ের মৃত্যু হয়েছে। সাবিনা অচেতন হওয়ার পর ঝুমা তাকে ধরতে গেলে সে অচেতন হয়ে পড়ে। এরপর আব্দুল হক নামের ওই বৃদ্ধ শিশু দুটিকে উদ্ধার করতে গেলে তিনিও জ্ঞান হারান,” বলেন তিনি। সাবিনার বাবা মোহাম্মদ মহসিন একজন রিকশা চালক। নিহত অন্য দু’জনও দরিদ্র পরিবারের।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।