মো. পারভেজ আলম, জেলা প্রতিনিধি, ঢাকাঃ রাজধানীর মগবাজার রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। ২ নভেম্বর (গতকাল) সন্ধ্যা ৭টার দিকে ঘটনাটি ঘটে। হাতিরঝিল থানার এসআই মো. হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত দুইজনেরই পরিচয় পাওয়া গেছে। একজনের নাম সুমন দাস ও অন্য জনের নাম ফারহান জাভেদ। পুলিশ জানায়, ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। অপরজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রাত সোয়া আটটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুমন দাস (৪৮)। দক্ষিণ কেরানীগঞ্জ নাজিরের বাগ মৃত নির্মল দাসের ছেলে। অপরজন ফারহান জাভেদ (৩৫) কাপড় ব্যবসায়ী। তিনি রাজধানীর ইসলামপুরের মোহাম্মদ জাবেদ আজিজের ছেলে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।