ক্রাইম পেট্রোল ডেস্কঃ
রাঙামাটি পার্বত্য জেলার শহর এলাকায় পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে ১ এপিবিএন জোরালোভাবে টহল কার্যক্রম শুরু করেছে।
আজ শুক্রবার, ১ জুলাই, ২০২২ খ্রি. তারিখ থেকে এ কার্যক্রম শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, ১ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মো. ফজলুল করিম।
উল্লেখ্য, পার্বত্য এলাকায় রক্তপাত, খুনোখুনি ও চাঁদাবাজিসহ সবধরনের অপরাধ দমন করে জনসাধারণের মাঝে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে গত ২৫ মে, ২০২২ খ্রি. তারিখে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ( আইজিপি) ড. বেনজীর আহমেদ রাঙামাটির পার্বত্য জেলায় তিনটি নতুন এপিবিএন এর ইউনিট উদ্বোধন করেন।
১ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মো. ফজলুল করিম বলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি স্যারের নির্দেশনা মোতাবেক পার্বত্য এলাকায় রক্তপাত, সন্ত্রাস, খুনোখুনি ও চাঁদাবাজিসহ সবধরনের অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। আমাদের এই পুলিশি টহল কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।