রংপুর ব্যুরো :
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে হেরে বিজিবির একটি টহল গাড়িতে আ'গুন দিয়েছেন পরাজিত প্রার্থী ও তার সমর্থকরা। এ ঘটনায় জড়িত সন্দেহে ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হারাধন রায়কে আটক করেছে পুলিশ। তিনি জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে রংপুর শিল্পকলা একাডেমি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, সিটি করপোরেশন নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ছিলেন হারাধন রায়। নির্বাচনে একই ওয়ার্ডের প্রার্থী একরামুল হকের কাছে পরাজিত হন হারাধন। এতে ক্ষু'ব্ধ হয়ে তার নেতৃত্বে এলাকাবাসীর ওপর হা'মলা চালিয়ে দুটি বাড়ি ও কয়েকটি দোকানে আ'গুন ধরিয়ে দেন তার সমর্থকরা। খবর পেয়ে বিজিবির একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হারাধনের নেতৃত্বে বিজিবির গাড়িতে আ'গুন ধরিয়ে দেওয়া হয়। এতে গাড়িটি পু'ড়ে যায়। এ ঘটনায় শিল্পকলা একাডেমিতে নির্বাচনি ফল ঘোষণার কেন্দ্রে এসে রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ের সামনে বি'ক্ষোভ শুরু করেন এলাকাবাসী। সেইসঙ্গে হারাধনকে গ্রে'ফতারের দাবি জানান তারা। প্রাথমিক তদন্তে ওই ঘটনায় হারাধনের জড়িত থাকার সত্যতা পাওয়ায় তাকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বলেন, ‘এখন পরিস্থিতি স্বাভাবিক। বিজিবির গাড়িতে আ'গুন দেওয়ার ঘটনায় কাউন্সিলর প্রার্থী হারাধন রায়কে আটক করা হয়েছে।’
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হোসেন আলী বলেন, ‘প্রাথমিক তদন্তে ওই ঘটনায় হারাধনের জড়িত থাকার সত্যতা পাওয়ায় আটক করেছি আমরা। বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।