মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেড পাচারকালে হাসপাতালের এক চিকিৎসককে বেডসহ আটক করা হয়েছে। বুধবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ সংলগ্ন পূর্ব গেট এলাকায় এ ঘটনা ঘটে।
পূর্ব গেট এলাকার বাসিন্দা আবু হানিফ জানান, বুধবার দুপুরের দিকে একটি ভ্যানে করে হাসপাতালের রোগীদের থাকার একটি বেড পাচারকালে বেশ কয়েকজন ভ্যানটি আটক করে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের মেডিকের অফিসার ডা. একে এম শাহীনুর রহমান জানান, তিনি তার মায়ের চিকিৎসার জন্য বেডটি হাসপাতাল থেকে তার বাড়িতে নিয়ে যাচ্ছেন বলে জানান। এরপর তার কাছে এ সংক্রান্ত কাগজ দেখতে চাইলে তিনি তা দেখাতে না পারায় বেডসহ তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপপাতালে পরিচালকের কাছে সোপর্দ করা হয়।
ঘটনার সত্যত্যা স্বীকার করে হাসপাতালে পরিচালক ডা. রেজাউল করিম বলেন, সরকারি হাসপাতালের বেড বাইরে নেওয়ার কোনো নিয়ম নেই। বিষয়টি তদন্ত করে চিকিৎসকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।