ক্রাইম পেট্রোল ডেস্কঃ
আগামী ২৩ মার্চ থেকে শুরু হতে পারে পবিত্র মাহে রমজান। এর আগে ৯ মার্চ থেকে ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের মানুষদের জন্য পণ্য বিপণন শুরু হবে বলে জানিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানিয়েছে, রমজানে প্রতি কেজি ১০০ টাকায় খেজুর দেওয়া হবে ঢাকা শহর অঞ্চলের কার্ডধারীদের। এছাড়া সারা দেশে নির্ধারিত ১ কোটি কার্ডধারীকে ৫০ টাকা কেজিতে ছোলা দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রমজান উপলক্ষে দেশব্যাপী টিসিবির এক কোটি নিম্নআয়ের ফ্যামিলি কার্ডধারী গ্রাহকের মধ্যে দুই পর্বে পণ্য বিপণন করা হবে। প্রথম পর্বে ৬০ টাকায় এক কেজি চিনি, কেজি ৭০ টাকা দরে দুই কেজি মসুর ডাল, লিটার ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল, কেজি ৫০ টাকা দরে এক কেজি ছোলা বিক্রি হবে।
ফ্যামিলি কার্ডধারী একজন প্রথম পর্বে এক কেজি চিনি, এক কেজি ছোলা, দুই কেজি মসুর ডাল ও দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।