মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে রংপুর মহানগর উন্নয়ন ফোরাম। বৃহস্পতিবার সকাল ১১টায় কেন্দ্রীয় সমবায় ব্যাংক ভবনের নীচ তলায় এই সংবাদ সম্মেলন করা হয়। এসময় সংগঠনের প্রধান উপদেষ্টা ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল অভিযোগ করে বলেন, মেয়রের সীমাহীন দুর্নীতির কারণে জাইকা প্রকল্প রংপুর সিটি কর্পোরেশন হতে তাদের কার্যক্রম স্থগিত করেছে। লিখিত বক্তব্যে তিনি বলেন, দেশের পাঁচটি সিটি কর্পোরেশনে কার্যক্রম চালালেও এখন জাইকা রংপুর বাদে বাকি চারটি সিটি কর্পোরেশনে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জাইকার কার্যক্রম স্থগিতের মাধ্যমে মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা রংপুরবাসীর উন্নয়ন চরমভাবে বাধাগ্রস্ত করেছে। যে ক্ষতি পুষিয়ে নেওয়ার মত নয়। অন্যদিকে, মেয়র ক্ষমতায় আসার পর থেকে নিজের পছন্দমতো ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়া, কর্মী নিয়োগ, যান্ত্রিক শাখার অনিয়ম ও বিভিন্ন দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছে বলেও দাবি করেন। তিনি আরও বলেন, সিটি করপোরেশনের দুর্নীতি বন্ধ না হলে মেয়রের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর মহানগর উন্নয়ন ফোরামের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফিরোজ কাওসার মামুন, সহ-সভাপতি মহিউদ্দিন মহি, এম কে হাসান লাল্টু, ফাতেমা আক্তার, নাজমুল কবির ডলার, শফিকুল ইসলাম, মাহাবুবার রহমান প্রমুখ।।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।