মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : বিকাশ এজেণ্ট ও বিকাশের কর্মকর্তাসহ বিভিন্ন পরিচয়ে বিকাশ গ্রাহকদের কাছে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের প্রধান গোকুল মন্ডলসহ তিন প্রতারককে রংপুর সিআইডি পুলিশের একটি দল ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে। বুধবার দুপুরে রংপুর নগরীর কেরানী পাড়াস্থ সিআইডি কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিং কালে পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস এসব কথা বলেন। সিআইডি জানায়, ২০১৯ সালের ডিসেম্বর মাসে এক ভুক্তভোগীর দায়ের করা মামলার তদন্ত করতে গিয়ে সিআইডি পুলিশ বিকাশের প্রতারক চক্রের সন্ধান পায়। তারা জানতে পারে মূলত ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা সদরে প্রতারক চক্রের মূল ঘাটি। সেখান থেকে প্রতারণা করে সারা দেশে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এমনি তথ্যের উপর ভিত্তি করে সিআইডির এস আই আহসান উল্লাহর নেতৃত্বে একটি দল ফরিদুপুর জেলার ভাঙ্গা উপজেলার দেওড়া এলাকা থেকে প্রতারক চক্রের প্রধান গোকুল মন্ডল , আব্বাছ হোসেন ও ফিরোজ গাজিকে গ্রেফতার করে।
সিআইডির পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার কথা স্বীকার করেছে। তবে রিমাণ্ডে এনে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো নেটওয়ার্কের সঙ্গে কারা কারা জড়িত তাদের চিহ্নিত করা হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।