মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর: ঠাকুরগাঁওয়ের একই পরিবারের সেই পাঁচজন করোনামুক্ত। মঙ্গলবার সকালে আইইডিসিআর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানান রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। এর আগে জ্বর, শ্বাসকষ্ট, আর বুকে ব্যথা নিয়ে ঢাকার হোটেল ব্যবসায়ী ঠাকুরগাঁওয়ের বাসিন্দা রুহুল আমিনসহ তার পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে গত শনিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন। পরদিন রোববার তাদের সবার শরীরের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়। এবং তাদের শারীরিক অবস্থার উন্নতি হলে ওইদিন সন্ধ্যায় তাদেরকে নিজ জেলা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আইসোলেশনে স্থান্তারিত করে রংপুর জেলা করোনা প্রতিরোধ কমিটি।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আমিন আহমেদ খান জানিয়েছেন, মঙ্গলবার সকাল ১০টায় আইইডিসিআর জানিয়ে দেয়, রুহুল আমিনসহ তার পরিবারের অন্য চারজন করোনা সংক্রমিত নয়। এদিকে রংপুরের আট জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ১শ’২০ জনকে। ছাড়পত্র দেয়া হয়েছে ১শ’ ৫২ জনকে। গত ২১ দিনে বিভাগের আট জেলায় হোম কোয়ারেন্টাইনে ছিলেন তিন হাজার ৯৩ জন। আর ছাড়পত্র দেয়া হয়েছে এক হাজার ৯শ’ ৪২ জনকে। আর আইসোলেশনে আছেন ৯ জন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।