মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল থেকে দালাল চক্রের আরও ৬ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের বিরুদ্ধে হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের সাথে বিভিন্নভাবে প্রতারণা ও জোরপূর্বক আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- তারেক হোসেন, আসাদ আলী, মফিজ উদ্দিন, মিলন মিয়া, আলাউদ্দিন ও রায়হান মিয়া। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে রমেক হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে রোগীদের দেওয়া কাগজপত্র উদ্ধার করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) উত্তম প্রসাদ জানান, আজকের ছয়জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে তিনটি অভিযানে আরও ১১ জন দালাল ও প্রতারককে গ্রেফতার করা হয়। এ নিয়ে গোয়েন্দা পুলিশের অভিযানে চিকিৎসা সেবা খাতে জড়িত দালাল ও প্রতারক চক্রের ১৭ জনকে গ্রেফতার করা হলো। তাছাড়া দীর্ঘদিন ধরে রমেক হাসপাতালে দালালদের উৎপাত ও রোগীদের সাথে প্রতারণার ঘটনা ঘটে আসছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে দালাল ও প্রতারক চক্রের সাথে জড়িতদের গ্রেফতার করেছে। তবে এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ডিবি পুলিশের ওই কর্মকর্তা।
প্রসঙ্গত, রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ গত কয়েক মাসে নগরের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে অভিযান চালিয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল ও জরিমানাসহ অনেক অবৈধ প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। এছাড়াও রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে গত ২ অক্টোবরে পাঁচজন, ১২ নভেম্বর দুই ন ও ১৪ নভেম্বর চারজন এবং আজকে আরও ছয়জনসহ মোট ১৭ জন দালাল ও প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।