মোঃ সাইফুল্লাহ খাঁন, জেলা প্রতিনিধি, রংপুর: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ণ চিকিৎসক নার্সদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে নার্স ও ইন্টার্ণ ডাক্তারা বিক্ষোভ শুরু করেছে। এ ঘটনায় তারা একে অপরকে দায়ী করে পাল্টা পাল্টি বিচার দাবি করছে। এখন নার্স ও চিকিৎসকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। অপরদিকে, তারা অঘোষিত ধর্মঘট শুরু করায় হাসপাতালে চিকিৎসা সেবা সাময়িক বন্ধ হয়ে যায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার রাতে হাসপাতালের ২৭ নম্বর ওয়ার্ডে ইন্টার্ণ চিকিৎসক উরমী নার্স জেসমিন আক্তার লাকিকে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কা মারে। এ ঘটনার জেরে আজ মঙ্গলবার সকালে আবারো ইন্টার্ণ চিকিৎসক ও নার্সদের মধ্যে কথাকাটাটি শুরু হয়। তবে নার্সদের অভিযোগ ইন্টার্ণ ডাক্তাররাই তাদের আক্রমণ করেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ ইন্টার্ণ চিকিৎসকরা হাসপাতালের পরিচালক ডা. আমিনুর রহমানের চেম্বারের সামনে অবস্থান নিলে নার্সরাও পাল্টা অবস্থান নিয়ে সেখানে উভয় পক্ষই একে অপরের বিচার দাবিপূর্বক বিক্ষোভ অব্যাহত রেখেছে। এদিকে ইন্টার্ণ চিকিৎসক ও নার্সরা রোগীদের সেবা বন্ধ করে দিয়ে অঘোষিত ধর্মঘট শুরু করায় রোগীদের চিকিৎসা সেবা বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি সেবা নিতে আসা রোগীরাও পরিস্থিতির কাছে অসহায় হয়ে পড়েছে।
ভুক্তভোগী রোগীর অভিভাবক মো. সুমন বলেন, ডাক্তার ও নার্সদের মধ্যে এমন বৈরী মনোভাব জনমনে হতাশার সৃষ্টি করেছে। একটি সরকারি হাসপাতালে এমন অশোভনীয় আচরণে আমরা অভিভাবক সমাজ আতঙ্কিত এবং বিস্মিত হয়েছি যা কোনোভাবেই কাম্য নয় ।কেননা এতে সেবা নিতে আসা রোগীরাই চুড়ান্ত ক্ষতির সম্মুখীন হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরিচালকের কার্যালয়সহ হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
হাসপাতালের পরিচালক ডা. আমিনুর রহমান জানান এ ব্যাপারে দুপক্ষের সাথে সমঝোতার চেষ্টা অব্যাহত রয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।