প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৫, ৩:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২০, ২:৪৪ অপরাহ্ণ
রংপুর মেট্রোপলিটনে বডি ওর্ন ক্যামেরা’র উদবোধন

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পয়েন্ট ও চেকপোস্টসমূহে দায়িত্বরত পুলিশ সদস্যদের শরীরেই থাকবে বডি ওর্ন ক্যামেরা । যাতে ধারণ করা হবে সেখানকার সার্বিক পরিস্থিতির ভিডিও চিত্র । নানা অভিযোগের নির্ভুল তদন্ত ও দায়িত্বরত পুলিশ সদস্যদের কাজের তদারকি এবং জবাবদিহিতা নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে । সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে বডি ওর্ন ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ। আপাতত নগরীর কয়েকটি পয়েন্টে এ ক্যামেরা চালু হয়েছে। পর্যায়ক্রমে আরপিএমপির সব পয়েন্ট বা চেকপোস্টেই এ ব্যবস্থা কার্যকর করা হবে।
এ ব্যাপারে আরপিএমপি কমিশনার আবদুল আলীম জানান, দায়িত্বরত সকল পুলিশ সদস্যদের বডি ওর্ন ক্যামেরা থাকবে। নানা অভিযোগের নির্ভুল তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্যই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube