মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুরঃ
রংপুর বিভাগের ৪ জেলায় নতুন করে ৬ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। জানা যায়, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় ২ জন ও হরিপুর উপজেলায় ১ জন ও গাইবান্ধা জেলায় ১ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। লালমনিরহাট জেলার গোকুন্ডা ফকিরটারী গ্রামে শনিবার একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি ৩ দিন আগে নারায়নগঞ্জ থেকে জ্বর, সর্দি নিয়ে নিজ বাড়িতে ফিরেছিলেন বলে জানা যায়। এদিকে নীলফামারী জেলার ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের সুন্দরখাতা গ্রামে এসএসসি ফল প্রত্যাশী (১৭) এক শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছে। ওই শিক্ষার্থী ঢাকায় দারোয়ানের কাজ করতো। বর্তমানে তাকে বাড়িতে চিকিৎসা দেয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম। ওদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া রমিছা বেগম (৫০) কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের পূর্ব চাঁনঘাট এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী। তিনি গত ১৫ দিন ধরে শ্বাসকষ্ট, পাতলা পায়খানা ও জ্বরে ভুগছিলেন। রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ নুরুন্নবী লাইজু বলেন, রংপুর মেডিকেল কলেজের অনুজীব বিজ্ঞান বিভাগের ল্যাবে স্থাপিত করোনা শনাক্তকরণ যন্ত্র পিসিআরে শনিবার বিভাগের ৫৫ জন সন্দেহভাজনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬ জনের নমুনা পজেটিভ এসেছে। এ সংক্রান্ত তথ্য আইইডিসিআরে পাঠানো হয়েছে। এছাড়াও শনিবার আরও ৭৮ জনের নমুনা পরীক্ষার জন্য কলেজে এসেছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।