ক্রাইম পেট্রোল ডেস্ক>> আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, রংপুর প্রেসক্লাব সম্প্রতি কিছু ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে রিপোর্টার্স ক্লাবের সদস্য ও দেশের প্রথম শ্রেণির সংবাদ ভিত্তিক চ্যানেল সময় টিভির বিশেষ প্রতিনিধি রতন সরকারকে প্রেসক্লাব এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করেছে। বিষয়টি সকল মহলকে বিস্মিত করেছে এবং সাংবাদিক সমাজকে উদ্বিগ্ন করেছে। প্রেসক্লাবের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে শনিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় রিপোর্টার্স ক্লাবের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় রিপোর্টার্স ক্লাব মনে করে একজন সাংবাদিকের বিরুদ্ধে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ স্বাধীন সাংবাদিকতার অন্তরায়, যা একটি সাংবাদিক সংগঠনের নিকট থেকে কোনভাবেই কাম্য নয়। তাই তাদের এই সিদ্ধান্তে রিপোর্টার্স ক্লাব গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একইসাথে রিপোর্টার্স ক্লাব মনে করছে রংপুরের সাংবাদিকদের স্বার্থ রক্ষায় সাংবাদিক সংগঠনগুলো ভ্রাতৃপ্রতিম সম্পর্ক বজায় রেখে পথচলা অব্যাহত রাখবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।