রংপুর ব্যুরোঃ
রংপুর পদাতিকের (থিয়েটার দল) ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৬-১২জানুয়ারি-২০২৩খ্রিঃ রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৭দিনব্যাপি দুই বাংলা নাট্যোৎসবের আয়োজন করেছে। উৎসবে ভারতের দুটি দলসহ বাংলাদেশের জনপ্রিয় ৫টি দল অংশগ্রহণ করবেন বলে নিশ্চিত করেছেন দলটির প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি বিজয় প্রসাদ তপু।
তিনি আরো বলেন, রংপুর পদাতিক প্রতিষ্ঠাকাল থেকে নতুন নতুন নাটকের প্রযোজনা এবং মঞ্চায়নসহ মঞ্চ নাটকের উন্নয়নে প্রতি বছর বিভিন্ন জেলার জনপ্রিয় নাট্য দলের অংশগ্রহণে নাট্যোৎসবের আয়োজন করে থাকি।এতে করে সাধারণ মানুষের মাঝে নতুনত্ব ও কিছু ইতিহাস ঐতিহ্য তুলে ধরার মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে বিশ্বাস করি। ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি সকল নাট্যপ্রেমী,বন্ধু সংগঠন, শুভানুধ্যায়ীকে সপ্তাহব্যাপি এই নাট্যউৎসব উপভোগ করতে আমন্ত্রণ জানিয়েছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।