মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুর পদাতিকের 'নাটক জীবন যুদ্ধের হা-তি-য়া-র, নাটক জীবনের প্রকাশিত সত্য' এই স্লোগানকে ধারণ করে কিছু উদ্যমী তরুণের প্রচেষ্টায় ১৯৮২ সালের ৩১ ডিসেম্বর রংপুর পদাতিক এর জন্ম হয়। ওই সময়ে স্বৈরাচার ও প্রতিক্রিয়াশীল চক্র বাঙালিদের সংস্কৃতি কুক্ষিগত করার ষ-ড়-য-ন্ত্রে লিপ্ত ছিল, এমন পরিস্থিতিতে সুস্থ সংস্কৃতি ও প্রগতিশীল নাট্যচর্চার মাধ্যমে জাতীয় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে চলা রংপুর পদাতিক আজ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ৪০ বছরে পদার্পণ করেছে। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সংগঠনটির জন্মদিন উদযাপনে বর্ণাঢ্য কর্মসূচি পালন করছে নেতৃবৃন্দ। এ উপলক্ষে রংপুর পদাতিকের আয়োজনে আগামী ১৫- ২১ জানুয়ারি ২০২২ পর্যন্ত ৭দিনব্যাপী আন্তঃবাংলাদেশ নাট্য উৎসব রয়েছে। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার স্বনামধন্য নাট্য সংগঠন অংশগ্রহণ করবে।
আজ ৩১ ডিসেম্বর শুক্রবার বেলা সাড়ে ১১টায় রংপুর টাউন হল চত্বরস্থ সংগঠনটির কার্যালয়ের সামনে সম্মিলিত জাতীয় সঙ্গীত গেয়ে জাতীয় ও পদাতিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৪০ বছর পূর্তির আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করেন, রংপুরের জেলা প্রশাসিক আসিব আহসান। পরে রংপুর পদাতিকের সাংগঠনিক সম্পাদক ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিষদের আহবায়ক নাসির উদ্দিন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রংপুর পদাতিকের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি বিজয় প্রসাদ তপু। তিনি বলেন, আমরা রংপুর পদাতিক জন্মলগ্ন থেকে অদ্যাবধি রাজনৈতিক নাট্যধারার সংস্কৃতি অব্যাহত রেখেছি। আজ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসেও আমরা স্বাধীনভাবে নাটকসহ সাংকৃতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তিনি সকলকে নাটকের সাথে সম্পৃক্ত হয়ে বাঙালির সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে সুন্দর জীবন গড়ে তোলার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন- তরুণ রাজনীতিক পলাশ কান্তি নাগ, রংপুর পদাতিকের সাধারণ সম্পাদক নিরঞ্জন রায়, সহ সভাপতি এসবি সুমন ও একেএম জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক লাবু চৌধুরী, প্রচার সম্পাদক কেএম হিমেল, কার্যকরী সদস্য রাহেল চৌধুরী পিন্টু, সোহেল রানা ইমন, নুর আলম, সঙ্গীত শিল্পি রণজিৎ রায় ও ফারহান শাহিল লিয়ন প্রমুখ। আলোচনা শেষে নাটকপ্রেমীরা এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করে।্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউনহল চত্বরে এসে অবস্থান নেয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।