মো.সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর >>
রংপুর পদাতিক উত্তরবঙ্গের ঐতিহ্যেবাহী নাট্য সংগঠন।আগামী ৩১ ডিসেম্বর ২০২১ ইং তারিখে সংগঠনটি ৪০ বছরে পদার্পণ করতে যাচ্ছে। এবার রংপুর পদাতিকের উদ্যোগে বাংলাদেশের সূর্বণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপি জাতীয় নাট্যোৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা মেলার আয়োজন রয়েছে।
এবিষয়ে ৯ ডিসেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যায় গুপ্তপাড়া সুমি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে সংগঠনের নেতৃবৃন্দ। এই সময় উপস্থিত ছিলেন রংপুর পদাতিক শুভাকাঙ্ক্ষী রংপুর মহানগর আওয়ামীলীগের শিক্ষা সম্পাদক আহসান হাবীব বাবু, রংপুর মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন রামবা'র সভাপতি ও রংপুর পদাতিকের উপদেষ্টা অজয় নাথ, রংপুর পদাতিক এর প্রতিষ্ঠাতা সভাপতি বিজয় প্রসাদ তপু, সাধারণ সম্পাদক নিরঞ্জন, রংপুর মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন রামবা'র সাধারণ সম্পাদক ও রংপুর পদাতিকের কার্যকরী সদস্য সোহেল রানা ইমন। এছাড়াও জাতীয় নাট্যোৎসব উদযাপন পর্ষদের প্রধান তত্ত্বাবধায়ক মোক্তাদিরুল ইসলাম রুবেল, আহবায়ক নাসির উদ্দিন সুমন, সদস্য সচিব রাহেল চৌধুরী পিন্টু,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ৩১ ডিসেম্বর হতে ৭জানুয়ারি ২০২২ ইং পর্যন্ত সপ্তাহব্যাপী এই বর্ণাঢ্য আয়োজন উপভোগ করতে সর্বস্তরের মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন রংপুর পদাতিকের নেতৃবৃন্দ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।