রংপুর ব্যুরো।।
রংপুর নগরীর বাবুখাঁ বালাপাড়া এলাকায় এক সন্তানের জননী গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার( ৩০ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও নিহত গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, বালাপাড়া এলাকার বাসিন্দা কসাই রাজা মিয়ার ছেলে সোহান মিয়ার সাথে বদরগঞ্জ উপজেলার নাটারাম এলাকার বাসিন্দা মিনহাজুল ইসলামের মেয়ে মিতু আক্তারের ৩ বছর আগে আনুষ্ঠানিকভাবে বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে একটি ১০ মাসের ছেলে সন্তান রয়েছে। সংসার চলাকালীন মিতুকে বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিতেন শ্বশুর।
এরই ধারাবাহিকতায় গত দুই তিন আগে লম্পট শ্বশুর রাজা কসাই গৃহবধূর ঘরে নাতিকে দেখার অজুহাতে মৃত মিতু আক্তারের শরীরের স্পর্শকাতর অঙ্গে হাত দেয় এবং তা নিজের মোবাইল ফোনে ভিডিও ধারণ করে ওই পূত্রবধু। সেই ধারণকৃত ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠায় তার পরিবারের লোকজনের কাছে।
স্থানীয়রা জানান, লম্পট শ্বশুর রাজা কসাই পুত্রবধূর অসহায়ত্বের সুযোগ নিয়ে এই ন্যক্কারজনক ঘটনা ঘটায়।
তবে এটা হ*ত্যা না আ*ত্মহত্যা এ নিয়ে সেখানকার জনমনে উঠেছে নানান প্রশ্ন।
এবিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন,'লাশ মর্গে নেওয়া হয়েছে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, সুরতহাল রিপোর্ট অনুযায়ী যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।