মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুর নগরীর ২৩ নং ওয়ার্ডের জুম্মাপাড়া এলাকায় সৃষ্ট জলাবদ্ধতার পানিতে ডুবে ৬ বছরের শিশু রিপন মিয়াসহ তার মা রোকেয়া বেগমের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আল হেরা গলিতে পানিতে ডুবে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, রংপুরের ইতিহাসের সবচেয়ে বড় জলাবদ্ধতায় নগরীর মিস্ত্রিপাড়া থেকে জুম্মাপাড়া যাওয়ার প্রায় চার কিলোমিটারের রাস্তাটি এখনও হাটু পানিতে নিমজ্জিত। এর মাঝে প্রায় দুই কিলোমিটার সড়কের দুই পার্শ্ব নিচু এলাকা হওয়ায় অথৈ পানি বিদ্যমান। বিকল্প রাস্তা দিয়ে অনেক দূর ঘুরে যেতে হয়। এ জন্য এলাকাবাসী মাত্র চার ফিট প্রশস্ত এই সরু রাস্তা দিয়েই চলাচল করছে। বৃহস্পতিবার বিকেলে মা রোকেয়া বেগম ছোট ছেলে রিপনকে সঙ্গে নিয়ে হাটু পানির মধ্য দিয়ে বড় ছেলে রোহান মিয়াকে মাদরাসায় পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিলেন। এসময় বড় ছেলে পা পিছলে গভীর পানিতে পড়ে গেলে ছোট ছেলেকে হাঁটু পানিতে দাঁড় করে রেখে তাকে বাঁচাতে মা পানিতে ঝাঁপ দিয়ে বড় ছেলেকে উদ্ধারের পরপরই ছোট ছেলে উল্টো পাশের গভীর পানিতে পড়ে যায়। তখন তাদের মা তাকেও বাঁচাতে যায়। এরপর তারা দুজনে আর পানি থেকে উঠে আসতে পারে নি। পরে এলাকাবাসী অনেকক্ষণ খোঁজাখুঁজির পর ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেলে নিয়ে যায়। চিকিৎসার জন্য বড় ছেলেকে মেডিকেলে ভর্তি করানো হয়েছে।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।