মো.সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর :
রংপুর কেন্দ্রীয় কারাগারে আমিনুল ইসলাম ওরফে ডন (৩০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আমিনুল ইসলাম রংপুর মহানগরীর লালবাগ এলাকার বাসিন্দা। তিনি গত ১১ জানুয়ারি মাদক ও অস্ত্র মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যান।
মঙ্গলবার সন্ধ্যায় রংপুর কারাগারের জেলার আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
এ ব্যাপারে কারাগারের জেলার আমজাদ হোসেন বলেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে ডন হঠাৎ বুকের ব্যথায় কাতরাতে শুরু করলে দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে ডনের এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে। জানা গেছে, সকল আইনি প্রক্রিয়া সম্পন্য করে গতকাল সন্ধ্যায় মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।