ক্রাইম পেট্রোল ডেস্ক:
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র জা'লিয়াতির অভিযোগে রংপুরে ও গাইবান্ধায় ৫৪ জনকে আটক করেছে র্যাব ও পুলিশ। তাদের কাছ থেকে মোবাইল ফোন, ডিভাইসসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
শুক্রবার (৮ ডিসেম্বর২০২৩ খ্রি.) সকালে রংপুর মহানগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ও এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে দুপুর ১২টায় রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান জানান, 'প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিটু এক্স ডিভাইস ব্যবহার করে পরীক্ষার্থীদের সঙ্গে প্রশ্নপত্রের উত্তর দেওয়ার চুক্তি করে একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে পরীক্ষার আগের রাতে ও সকালে রংপুরের বিভিন্ন স্থান থেকে ১৯ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে রংপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজসহ তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক রয়েছেন।'
তিনি আরও জানান, 'আটকদের মধ্যে ১১ জন পরীক্ষার্থী। বাকিরা শিক্ষকসহ বিভিন্ন পেশার সঙ্গে জড়িত। এ সময় তাদের কাছে থেকে ১১টি ডিভাইস, ৮০টি ফোন ও প্রবেশপত্র জব্দ করা হয়।'
র্যাব জানায়, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালীন সময়ে গাইবান্ধা সদরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে প্রশ্নপত্র জা'লিয়াতি চক্রের মূল হোতা ৫ জনসহ ৩০ পরীক্ষার্থীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২২টি ইলেকট্রনিক ডিভাইস সংযুক্ত মাস্টারকার্ড ও ১৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।'
এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রংপুর বিভাগের উপ-পরিচালক মুজাহিদুল ইসলাম বলেন, 'রংপুর বিভাগীয় কমিশনার বিষয়টি খতিয়ে দেখছেন। পরীক্ষা বাতিল হবে কিনা সে ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।