মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর: রংপুরের হারাগাছ থেকে ৭০ হাজার নকল ব্যান্ডরোল সংযুক্ত বড়ঘড়ি ব্র্যান্ডের বিড়ি উদ্ধার করেছে পুলিশ। এ সময় ব্যবসায়ী শরিফুল ইসলাম ও রিপন মিয়াকেও গ্রেফতার করা হয়। এছাড়া রংপুর মহানগর পুলিশের অভিযানে ইয়াবাসহ বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ১৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার (৪ জানুয়ারি) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া অ্যান্ড ডিবি) আলতাফ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ জানুয়ারি) রংপুরের হারাগাছ এলাকা থেকে ৭০ হাজার নকল ব্যান্ডরোল সংযুক্ত বড়ঘড়ি ব্র্যান্ডের বিড়িসহ আসামি শরীফুল ইসলাম (৪৫) ও রিপন মিয়াকে (২২) হাতেনাতে গ্রেফতার করা হয়। তারা নগরীর হারাগাছ নতুন বাজার কামারপাড়া এলাকার বাসিন্দা। গ্রেফতারদের বিরুদ্ধে হারাগাছ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এদিকে, বদরগঞ্জ রোডে নিসবেতগঞ্জ থেকে ৫০ পিস ইয়াবাসহ দিনাজপুরের বিরামপুর উপজেলার হাবিবুর রহমান (২৬) ও নগরীর স্টেশন রোড সোডাপীর মোড় থেকে মিঠাপুকুরের শঠিবাড়ী এলাকার পারভেজ মিয়াকে (৩০) ৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন থানাসমূহ বিভিন্ন মামলা ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৫ আসামিকে গ্রেফতার করেছে। এরমধ্যে কোতোয়ালি থানায় সাত জন, তাজহাট থানায় তিন জন, মাহিগঞ্জ থানায় একজন, হারাগাছ থানায় তিনজন এবং পরশুরাম থানায় একজন রয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।