মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : করোনাভাইরাসের এই সংকটময় পরিস্থিতিতে দেশের অসহায় মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন অনেক হৃদয়বান মানুষ। পিছিয়ে নেই রংপুরের উত্তম আকাশ কুড়ি (কদম তলা) এলাকার বাসিন্দা রফিকুল ইসলামও। ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলোজি,তাজহাট রংপুরের প্রধান সহকারী কাম-হিসাব রক্ষক পদে কর্মরত এই হৃদয়বান ব্যক্তি এবার ৬ মাসের বেতনের পুরো অর্থই অভাবগ্রস্তদের মাঝে বিলিয়ে দিচ্ছেন। পবিত্র মাহে রমজানের শুরু থেকে নিজ গৃহে কখনও নিজে আবার কখনও পরিবারের অন্য সদস্যদের মাধ্যমে এভাবেই অসহায়দের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করছেন তিনি।
আর্ত মানবতার সেবায় বেতনের এই বিশাল অর্থ বিলিয়ে দেওয়ার বিষয়ে আজ মঙ্গলবার সকালে রফিকুল ইসলাম বলেন, বর্তমানে যে পরিস্থিতি চলছে তাতে অনেকের এখন কাজকর্ম নেই। ফলে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন অনেকেই। তাই কিছুটা হলেও কষ্ট লাঘব করার আশায় এরূপ সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন, করোনার প্রাদুর্ভাবে প্রথম লকডাউনে অসহায় দুঃস্থদের দুর্দিনে এগিয়ে আসার চেষ্টা করেছি। পরে বেতনের জিপিএফ হতে ঋণ নিয়ে ৮০ হাজার টাকা পরিশোধ করেছি। এবার ৬ মাসের পুরো অর্থ শেষ রমজান পর্যন্ত বিতরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি বিত্তশালীরাও পারেন আমাদের সমাজের অবহেলিত অসহায় মানুষগুলোর মুখে হাসি ফোটাতে। সেজন্য প্রয়োজন এগিয়ে আসার মানুষিকতা। তাই সমাজের হৃদয়বান ও বিত্তশালীদের এগিয়ে আসার আহবান ও অনুরোধ জানাই। একইসাথে সকলের কাছে আমার পরিবারের জন্য দোয়া চাই।
এসময় স্থানীয় শ্রমিক আব্দুল মজিদ আমাদের বলেন, কাজ করে খাই,দুই হাতের উপর খায় পাঁচজন। কোন সময় কাজ হয়, কোনো সময় হয় না। বর্তমানে পরিবার নিয়ে খুব কষ্টে আছি। বিপদে আপদে রফিকুল ভাইয়ের কাছে চলে আসি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।