মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুরের পীরগঞ্জ বাসস্ট্যাণ্ড এলাকায় থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৬৬ কেজি গাঁজাসহ এক কার চালককে গ্রেফতার করেছে। এ সময় গাঁজা পরিবহণে ব্যবহৃত একটি সাদা রংয়ের প্রাইভেট কার জব্দ করা হয়।
পুলিশ জানায়, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সাদা কারযোগে লালমনির হাট হতে পাবনায় গাঁজা’র বড় একটি চালান যাচ্ছে। এরই ধারাবাহিকতায় পীরগঞ্জ বাসস্ট্যাণ্ডে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাদা রংয়ের প্রাইভেট কারটির গতিরোধ করে এবং তল্লাশী চালিয়ে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় লালমনিরহাট সদরের কুলারঘাট (ছড়ারপাড়া) গ্রামের বাবু মিয়ার পুত্র কার চালক নাজমুল হক (২০) কে গ্রেফতার করা হয়।
রংপুরের সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. কামরুজ্জামান বলেন, লালমনিরহাটের জনৈক এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে গাঁজার চালানটি নিয়ে পাবনায় ডেলিভারি দেওয়ার জন্য যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুল স্বীকার করেছে। স্থানীয় এক মাদক ব্যবসায়ীর খপ্পরে পড়ে এবং দ্রুত বড়লোক হওয়ার স্বপ্নে সে দেশের বিভিন্ন এলাকায় মাদক (গাঁজা) পরিবহণ করতো।
পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।