মো. সাইফুল্লাহ খাঁন,জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুরের পীরগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টায় পীরগঞ্জ বাসস্ট্যান্ডের কর্ণফুলী কাউন্টারের সামনে থেকে ৪শ’৫০পিস নেশা জাতীয় প্যাথেডিন ইনজেকশনসহ দুইজন মাদককারবারিকে আটক করেছে। আটকরা হলেন, গাইবান্ধা জেলার গোবিন্দপুর কানিপড়া এলাকার আছির উদ্দিনের ছেলে নূর বাদশা (৩৫) এবং একই জেলার গোবিন্দপুর এলাকার ইমরুল ইসলামের স্ত্রী সুফিয়া বেগম ওরফে চামেলি (২৫)। পীরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) সরেস চন্দ্র আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি সরেস চন্দ্র জানান, গোপন সংবাদে মাধ্যমে জানা যায়, পীরগঞ্জ বাসস্ট্যান্ডের কর্ণফুলী কাউন্টারের সামনে দুই মাদককারবারি অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।