মো. সাইফুল্লাহ খান, জেলা প্রতিনিধি, রংপুর :
'বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন' এই প্রতিপাদ্যেকে সামনে রেখে রংপুর বিভাগীয় শহরে ৪৮তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
আজ শনিবার(২নভেম্বর) সকাল ১১টায় বিভাগীয় সমবায় কার্যালয়ের আয়োজনে দিবসটি পালনে রংপুর প্রেস ক্লাবের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয় এবং নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে রংপুর টাউন হল চত্ত্বরে গিয়ে জাতীয় ও সমবায় পতাকা উত্তলনের মধ্যদিয়ে র্যালিটি শেষ হয়।
এ সময় রংপুর কেন্দ্রীয় সমবায় ও ভূমি উন্নয়ন সমবায় ব্যাংকের সভাপতি তুষার কান্তি মন্ডলের সভাপতিত্বে রংপুর টাউন হলে জাতীয় সমবায় দিবস-২০১৯ বিষয়ক অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মাদ আবদুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক আসিব আহসান, বিভাগীয় যুগ্ম- নিবন্ধক মোহাম্মদ আমির আজম ও জেলা- উপজেলার সমবায়ীগণ।
অনুষ্ঠানের বক্তারা সমবায়ের মাধ্যমে দারিদ্র্য বিমোচন, সামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, সামাজিক ভূমিকা, সমবায়ের গুরুত্ব ও সমবায়ীদের গৃহিত পদক্ষেপ সমুহের ভুলত্রুটি সংশোধনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পরে জেলা পর্যায়ের ৭টি শ্রেষ্ঠ সমবায় সমিতির প্রতিষ্ঠানের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।