মো. সাইফুল্লাহ্ খাঁন, জেলাপ্রতিনিধি,ররংপুর : রংপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়েও পাঁচ টাকা কমে ৩০ টাকা কেজি দরে আলু বিক্রির কার্যক্রম শুরু করেছে আলু আড়তদার ও ব্যবসায়ী সমিতি নেতৃবৃন্দ। রোববার সকালে নগরীর প্রধান ডাকঘর অফিস সংলগ্ন কাচারী বাজার পয়েণ্টে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু করা হয়। ত্রিশ টাকা কেজি দরে আলু বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে কোল্ড স্টোরেজে থাকা ১ শ’ মেট্রিক টন আলু ৩০ টাকা কেজি দরে বিক্রি শুরু করা হলো। নগরীর ৪টি পয়েণ্টে পর্যায়ক্রমে ট্রাকে করে এই আলু বিক্রি করা হবে। আলুর আড়তদার ও ব্যবসায়ী সমিতির এ উদ্যোগের কারণে জনগণ উপকৃত হবে। এসময় জেলা প্রশাসক আরও বলেন, সরকার টিসিবি’র মাধ্যমে আলু বিক্রি শুরু করেছে। রংপুরেও অতিদ্রুত এই কার্যক্রম শুরু হবে। এছাড়া আলুর বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য প্রশাসন ও ভোক্তা অধিকারসহ বিভিন্ন টিম বাজার মনিটরিং কাজ করছেন। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী, কৃষি বিপণন কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা, আলু আড়তদার ও ব্যবসায়ী সমিতির সভাপতি তৈয়বুর রহমান, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বণিক উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।