মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুরে নেশা জাতীয় ট্যাবলেটসহ রাফাত সিদ্দীকি রনি নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে ২০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) বিকেল সোয়া তিনটার দিকে নগরীর নিউ জুম্মাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। রাফাত সিদ্দীকি রনি (৪০) দীর্ঘদিন ধরে নেশা জাতীয় মাদকদ্রব্য কারবারের সাথে জড়িত। সে নগরীর পশ্চিম গণেশপুর এলাকার আব্দুল মজিদের ছেলে।এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে নগরীর নিউ জুম্মাপাড়ার ক্যাপ্টেন সড়কে অভিযান চালায় পুলিশ। এসময় সেখান থেকে হাতেনাতে ইয়াবা কারবাবি রাফাত সিদ্দীকি রনিকে আটক করা হয়। আটক রাফাত ওই এলাকাতে ইয়াবা সরবরাহ করতে এসেছিলেন। তার কাছ ২০০ পিম ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি তার সঙ্গে জড়িত অন্য মাদক কারবারিদের গ্রেফতারে অভিযান চালানো হবে বলেও জানান এসআই জাহাঙ্গীর আলম।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।