
মো. সাইফুল্লাহ খাঁন,জেলাপ্রতিনিধি, রংপুর : বালিশের ভিতরে সুকৌশলে লুকিয়ে রাখা ইয়াবা বিক্রি করতে এসে আটক হয়েছে মা-ছেলে। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে নগরীর উত্তম হাজিরহাট এলাকা থেকে তাদের আটক করে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলেন- রংপুর সদর উপজেলার পাগলাপীর হরকলি গ্রামের মোকছেদুল হকের স্ত্রী সাহিদা বেগম (৪০) ও তার ছেলে রায়হান (১৮)।
আটকের বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি এ্যান্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশের সদস্যরা নগরীর হাজীরহাট এলাকায় অবস্থান করছিল। এমন সময় একটি বালিশ নিয়ে এক মহিলাসহ দুইজন বাস থেকে নামেন। পরে গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাদের আটক করে তল্লাশি চালিয়ে বালিশের ভিতর থেকে ১ হাজার ৪৮০ পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য চার লাখ ৪৪ হাজার টাকা। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের সাব ইন্সপেক্টর (এসআই) নাজমুল ইসলাম বাদী হয়ে আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন।