মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : ১ জুন সোমবার গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক এর নির্দেশে সহকারী পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আলতাফ হোসেন এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) এবিএম ফিরোজ ওয়াহিদ, এসআই গোলাম মোরশেদ, এসআই বাবুল ইসলাম এবং তার সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে আরপিএমপি, রংপুর এর কোতয়ালী থানাধীন ১৮ নং ওয়ার্ডস্থ পিটিসি জামে মসজিদের সামনে চলাচলের পাকা রাস্তার উপর থেকে ১০০ কেজি শুকনো গাঁজা উদ্ধারসহ দুইজন আসামী -মোঃ সাইফুল ইসলাম লেবু (২৫), পিতা- মোঃ আব্দুল মান্নান, মাতা- মোছাঃ দৌলতুন নেছা, সাং- সিংগিমারী এবং মোঃ রাশেদ ইসলাম (২৪), পিতা- ছকির উদ্দিন, মাতা- মোছাঃ রাবেয়া বেগম, সাং- সিংগিমারী (পরামানিক পাড়া), উভয় থানা- হাতিবান্ধা, জেলা- লালমনিরহাট-কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে এ সংক্রান্তে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনি ১৯(খ)৪১ ধারায় মামলা রুজু করা হয়।
গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রংপুর মহানগরী এলাকার সকল ধরনের অপরাধ মোকাবেলায় রংপুর মেট্রোপলিটন, রংপুর এর গোয়েন্দা শাখা (ডিবি) টিমের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।