মো. সাইফুল্লাহ খাঁন, রংপুর জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুরে বালুভর্তি ট্রাকের সাথে মোটরসাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষে এক অবসর প্রাপ্ত পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুইজন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) ভর্তি করা হয়েছে। শনিবার সকাল সোয়া ৭টার দিকে রংপুর নগরীর ১২ নং ওয়ার্ডের নজিরহাট শ্যামপুর সড়কে এই দুর্ঘটনাটি ঘটেছে ।
রংপুর মেট্রোপলিটন হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, রংপুর নগরীর ১২নং ওয়ার্ডের রাধাকৃষ্ণপুর এলাকার অবসর প্রাপ্ত পুলিশ সদস্য মো. সুলতান আহম্মেদ (৬২) তার ছেলে রনি (২৮) ও নাতি সোয়াদকে (৮) সাথে নিয়ে স্থানীয় কাশেম বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে (ড-১১-০০৯৬) নম্বরের একটি বালুভর্তি ট্রাক ওই মটর সাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পুলিশ সদস্য সুলতান আহম্মেদের মৃত্যু হয়।নিহত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ছেলে আহত রনি ও নাতি সোয়াদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ১২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম দুলাল বলেন, ১২নং ওয়ার্ডের ভবানিপুর গুচ্ছগ্রামের ঘাঘট নদী থেকে অবাধে বালু উত্তোলনের মহোৎসব চলছে। এতে করে সড়কে বেপরোয়াভাবে ভোর থেকে বালুভর্তি ট্রাকের চলাচল শুরু হয়। চলে গভীর রাত পর্যন্ত। তিনি আরও বলেন, এলাকাবাসী বালুভর্তি ট্রাক বন্ধে সড়কে বাঁশের খুঁটি দিয়েছিল। এর পরেও বালু উত্তোলন বন্ধ হয়নি। আমরা অনতিবিলম্বে বালু উত্তোলন বন্ধের দাবি জানাই।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।