প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৩, ২০২৫, ১:২১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১, ২০২১, ৮:৪৪ অপরাহ্ণ
রংপুরে স্বাস্থবিধি মানাতে জেলা প্রশাসনের অভিযান

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর>> রংপুর নগরীতে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেলে পরিচালিত অভিযানে স্বাস্থ্যবিধি মানাতে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এ সময় মাস্ক পরিধান না করা ও স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট সাড়ে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। রংপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে এ অভিযানে র্যাব-১৩ এর সদস্যরা সহযোগিতা করেন।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, বৃহস্পতিবার বিকেলে রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর, বেতপট্টি, সিটি বাজার এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালিত হয়। এসময় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণে সকলকে আহবান জানানো হয়। একইসাথে জনস্বাস্থ্য সুরক্ষায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube