রংপুর ব্যুরো :
স্থানীয় নেতৃত্ব প্রতিষ্ঠার আন্দোলন ও নেতৃবৃন্দের গঠনমূলক কার্যক্রমকে অধিকতর গতিশীল করার লক্ষ্যে রংপুরের গঙ্গাচড়ায় যুবমঞ্চের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাত ৭টায় গংগাচড়া উপজেলা পরিষদ হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গঙ্গাচড়া সদর ইউনিয়ন চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু'র সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন মোঃ রিপন মিয়া।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- মোঃ আল আমিন, মাজেদুল ইসলাম লেবু, উত্তম কুমার, বুলেট মিয়া ও রতন রায়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের ইউনিয়ন কমিটির সমন্বয়ক ও যুগ্ম সমন্বয়কসহ সকল সদস্যবৃন্দ।
গঙ্গাচড়া সদর ইউনিয়ন চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু বিভিন্ন দিক নির্দেশনামূলক ব্যক্তব্যের এক পর্যায়ে বলেন, 'স্থানীয় নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে গঠিত গঙ্গাচড়া যুবমঞ্চের আন্দোলন শুধুই স্বপ্ন নয় বরং আজ বাস্তবে রূপ নিয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গঙ্গাচড়া যুবমঞ্চের প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক মোঃ আসাদুজ্জামান বাবলু এমপি'র বিপুল ভোটে বিজয় লাভ করায় আমরা সংগঠনটির নেতৃবৃন্দ অত্যন্ত আনন্দিত। সংগঠনের সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রমের প্রতিটি মুহূর্ত আমাদের কাছে অত্যন্ত মুল্যবান। উপজেলার ইউনিয়ন পর্যায় থেকেও আরও নেতৃত্ব বের করা এবং সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করাসহ আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণ করতেই যুবমঞ্চের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামীতে আমাদের এ সংগঠন স্থানীয় নেতৃত্ব প্রতিষ্ঠায় অধিকতর গতিশীল হবে এবং সকলেই সক্রিয় থাকবে এই প্রত্যাশা করি।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।