মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুরের গঙ্গাচড়ায় ঘুমন্ত স্ত্রী ও শিশু মেয়েকে হত্যার পর আত্মহত্যার অভিযোগ উঠেছে হাফিজুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। পারিবারিক কলহের জেরে গত শুক্রবার রাতে মন্থনা বালাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে বালাপাড়ার বাসায় কারও সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে স্বজনরা। এসময় স্ত্রী ফাতেমা বেগম ও শিশু হুমায়রার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন তারা। পাশে ঝুলন্ত অবস্থায় মেলে হাফিজুর রহমানের মরদেহ। খরব পেয়ে পুলিশ শনিবার সকালে ওই তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্ত্রী ও সন্তানকে গলা কেটে হত্যার পর ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন। তবে সুরতহালসহ ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত সাপেক্ষে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।