মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : রংপুরে করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে মাঠে থাকা সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছে ব্যবসায়ী হাজী হাসান আলী। অর্ধশত সংবাদকর্মীসহ নিম্নআয়ের বেশি কিছু পরিবারকে ঈদ উপহার হিসেবে খাদ্য সহায়তা প্রদান করেন তিনি। সোমবার (১৮ মে) দুপুরে নগরীর ঠিকাদারপাড়া স্টেশন রোড এলাকায় ঈদ উপহার হিসেবে চাল, তেল, চিনি, পোলাওর চাল, সাবানসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। করোনা মহামারিতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা রংপুরের সংবাদ কর্মীদের উৎসাহ জোগাতে হাসান আলী তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান মায়ের দোয়া আয়রন ষ্টোর ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক) ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। সাংবাদিকদের পাশাপাশি স্থানীয় উপার্জনহীন বেশ কিছু পরিবার এই ঈদ উপহার পেয়েছেন। বিতরণকালে উপস্থিত ছিলেন, আসক ফাউন্ডেশন রংপুর জোনাল কমিটির সভাপতি এজাজ আহমেদ, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাবু, দৈনিক নতুন স্বপ্ন পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল আজিজ চৌধুরী সাঈদ প্রমুখ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।